শ্যামনগর প্রতিনিধি: ইউএস এইডের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে, এস ডি আর আর প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য দুর্যোগ ঝঁকি হ্রাস, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও এলাকা ভিত্তিক সমন্বয় কাঠামো ( ABCF) রোল আউট প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে এলাকা ভিত্তিক সমন্বয় কাঠামোর উপর প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় মানবিক সংগঠন সুশিলন, ব্রেকিং দ্যা সাইলেন্স ও অর্জন ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিপদ আপন্ন ৬টি ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী ও আটুলিয়ার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, যুব স্বেচ্ছাসেবক বৃন্দ এবং সিপিপি সদস্যদের দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও এলাকা ভিত্তিক কাঠামা গুলো সমন্বয় সাধনের উপর প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া, রিভাইজড দুর্যোগ বিষয়ক স্থায়ী আদর্শাবলী -২০১৯ এর উপর বিস্তর আলোচনা করা হয়। মাঠ পর্যায়ে দুর্যোগের প্রস্তুতি, জরুরি সারা দান, পুনরুদ্ধার, উদ্ধার, প্রশমন ও তথ্য সমন্বয় ও ব্যবস্থাপনার বিষয়ে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, হিউম্যানিটেরিয়ান পার্টনার ও ও জাতিসংঘের ক্লাসটার সিস্টেমকে একই প্লাটফর্মে এনে কিভাবে সার্বিক কোলা বরেশনের মাধ্যমে মানসম্পন্ন দুর্যোগ রেসপন্স করা যায়, এ বিষয়ে আলোচনা করা হয়। দুর্যোগের প্রতিটি ধাপের গ্যাপ চিহ্নিত করা হয় এবং গ্যাপগুলোকে রেংকিং করা হয়। পরে গ্যাপ গুলোকে কিভাবে নিরসন করা যায় তার জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রশিক্ষণটির সার্বিক পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন এস ডি আর আর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply