,

গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে ব্রয়লার,দেশি ও লেয়ার মুরগি পালন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৈখালী ইউনিয়নের নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে পিপিইপিপি-ইইউ প্রকল্পের লাইভলিহুড কম্পোনেন্টের আওতায় দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ “লেয়ার ,ব্রয়লার,সোনালী ও দেশি মুরগি পালন ” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে কৈখালী বোশখালী শিরিনা পারভিনের বাড়িতে মুরগি পালন ও বাজারজাতকরণ বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রপারিটি অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন,উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা: সৌরভ মল্লিক উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা শ্যামনগর।
এছাড়াও প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সফল খামারি ফিরোজা পারভীন।

উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন জনাব মো: তানভীর আহম্দেদ (প্রোগ্রাম অফিসার,জীবিকায়ন)প্রমুখ।

কর্মশালায়, দেশি মুরগি পালন উপ-খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সমাধান ও কর্ম পরিকল্পনা তৈরি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মুরগি পালনকারি হতে ভোক্তা ও বাজারজাত করণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এছাড়া সহযোগী হিসাবে সার্বিকভাবে সহযোগিতা করেন,মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ মুজিবুল হক সহকারি কারিগরি কর্মকর্তা(জীবিকায়ন ), মো:দেলোয়ার হোসেন হৃদয় ও মো:রবিউল ইসলাম, সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি )।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো: আশরাফুল ইসলাম ও মুজিবুল হক সহকারি টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *