ডেস্ক রিপোর্টঃ দিরাইয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাওলানা আছদ্দর আলী (৬০) নামের একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে ধলস্থ মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পরই তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন।
তিনি দিরাই উপজেলার ধল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজ শেষে মসজিদের গেইটের পাশে গেলেই অতিরিক্ত গরমের কারণে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা যান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply