,

জেন্ডার বৈষম্য ও পরিবেশের তত্বাবধানে অংশীদারত্বের সাথে ইকোম্যানের কর্মশালা

শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ তত্ত্বাবধায়ন  ও জেন্ডার রূপান্তরমূলক পন্থা ভিত্তিক প্রকল্প ইকোম্যান এর কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সোমবার (২০মে) সকাল ৯ টা থেকে শ্যামনগরের কলবাড়ি সিডিও অফিসের হলরুমে বিকাল ৩ টা প্রর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্যবৃন্দসহ অন্যান্য ১০ টা সংগঠনের সদস্যদের অংশগ্রহণ করেন।

ইকোম্যান প্রকল্পের সাতক্ষীরা সমন্বয়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বুড়িগোলীনীর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা,পরিবপশ বাদি সংগঠন বেডসের কর্মী ইসমে আজম রিজু,সমাজিক বন বিভাগের ইসহাক পিরামিম প্রমূখ।

এ কর্মশালা বক্তারা বলেন যুব নেতৃত্ব সমাজে খুবই দরকার।বাংলাদেশে বর্তমানে যুবদের সংখ্যা বেশি এবং এখন যদি তাদের সঠিক ভাবে গড়ে তোলা যায় পরবর্তীতে সমাজে তারা সামনে থেকে নেতৃত্ব দিবেন,সমাজে ভালো কাজগুলোকে সবার উৎসাহিত করতে হবে, গাছ লাগানো, নদী দূষণ থেকে বিরত থাকতে হবে।

ইকোম্যান প্রকল্পের এ কাজ সাতক্ষীরা সহ আরো তিন জেলায় কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *