,

শ্যামনগরে মসজিদ মন্দিরে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা প্রদান করলেন-এমপি আতাউল হক দোলন

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃশ্যামনগর উপজেলায় মসজিদ,মন্দির ও জনকল্যাণ প্রতিষ্ঠান সমূহে প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে উপজেলায় ৩৩টি প্রকল্পে ৩৬ লক্ষ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার ২২মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ২০২৩-২৪ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কতৃক গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচীর আওতায় উপজেলায় বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,মন্দির ও জনকল্যাণ প্রতিষ্ঠান সমূহের প্রকল্প সভাপতিদের অনূকুলে নগত অর্থের চেক বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম.আতাউল হক দোলন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এরই ধারাবাহিকতায় আপনাদের মসজিদ,মন্দিরে ও জনকল্যাণ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম এর সঞ্চালনায় এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,মহিলা ভাইসা চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, যুগ্ন সাধারন সম্পাদক স ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘোরামী, আ’লীগের সদস্য কুমুদ রঞ্জন গায়েন, বুড়িগোয়ালীনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবু সাঈদ,উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু সহ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও জনকল্যাণ প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *