হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলার পুরাতন বাজারের শাহাজান আলীর পুত্র। এঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বুধবার (২২ মে-২৪) বেলা সাড়ে ১২ টায় ফ্যানের সুইস দিতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়। খুব দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। ইসমাইল হোসেন মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। ইতিমধ্যে পবিত্র কুরআন শরীফের তিনপারা হেফজ সম্পন্ন করেছে। দুই ভাই দুই বোনের মধ্যে সে সকলের ছোট। তার পিতা স্টেশনারির ব্যবসা করেন। অকালে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply