ডেস্ক রিপোর্টঃ চাঁদপুরের ফরিদগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে শাহাদাৎ হোসেন সাধু (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার দিনগত রাতে উপজেলার ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডাকাতিয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন ফরিদগঞ্জ ৪নং ওয়ার্ডের বাঘপুর গ্রামের বেপারী বাড়ির মৃত শহিদউল্লাহ বেপারীর ছেলে। তার সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, রবিবার রাতে শাহাদাৎ হোসেন ডাকাতিয়া নদীতে মাছ শিকারে গেলে হঠাৎ তাকে কেউ একজন নদীতে টেনে নিয়ে যায়। এ ঘটনা দেখে সঙ্গে থাকা ব্যক্তি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে শাহাদাৎকে পানি থেকে উদ্ধার করা হয়।
এসময় শাহাদাতের শরীরের কোথাও কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার কান থেকে অনবরত রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ডিউটিরত অফিসার এসআই মহিউদ্দিন জানান, ‘খবর পেয়ে আমরা ফোর্স পাঠাই। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সেটি চাঁদপুরে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply