,

সাংবাদিক ঢাকায়, মামলা হলো শ্যামনগর থানায় ইসু ভারতে ইলিশ মাছ পাঁচারের

রাফসান লাবিব সিয়ামঃগতকাল ১৪ জুলাই ২০২৪ তারিখে শ্যামনগ‌র উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রাম থেকে বাংলাদেশ সিমান্তরক্ষী বাহিনীর কৈখালী বিজিবির সদস্যরা সাজিদা বেগম (১৯) ও হাজরা বেগম (২১)কে আটক করেন ৷

সা‌জিদা কক্সবাজারের টেকনাফ থানার বাঁশনল ক্যাম্পের সদস্য। আর হাজরা বেগম (২১) কক্সবাজার সদরের ১৮ নং ক্যাম্পের সদস্য ।
এ ঘটনায় ঐ দুই রোহিঙ্গাসহ মানব পাচারকারী চক্রের হোতা আব্দুল্লাহ তরফদারকে আটক করে শ্যামনগর থানা-পুলিশে হস্তান্তর করেন সিমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।

বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন বিজিবি সদস্যরা ৷ মামলা নাম্বার -১১/২৩৩ ৷
এই মামলায় ২ নং আসামি হিসাবে সাংবাদিক আব্রাহাম লিংকনকে মামলা জড়িয়ে দেন ৷
আব্রাহাম লিংকন গত কয়েকদিন আগে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ পাচারের বিষয় জানতে পেরে অনুসন্ধান শুরু করেন ৷ এই অনুসন্ধানে বেরিয়ে আসে শ্যামনগর থানার ইনচার্জ, কৈখালী বিজিবির সাবেক কোম্পানি কমান্ডার স্থানী লিয়াকত ও একটি চক্র ভেটখালী দিয়ে বিশাল বড় ইলিশ মাছের চালান অবৈধ ভাবে ভারতে পাঠানো হবে৷ প্রায় তিন হাজার কেজি মাছ, ত্রিশ লাখ টাকা মূল্য। খুলনার আরিফ ও সাতক্ষীরার জাহাঙ্গীর এই মাছ এদেরকে ম্যানেজ করে স্থানীয় চোরাকারবারিদের সহযোগিতা নিয়ে ভারতে পাঠানো হবে ৷

তারই প্রেক্ষিত পরিকল্পিত ভাবে সাংবাদিক আব্রাহাম লিংকনকে ফাঁসিয়ে দেওয়া হয় ৷

স্থানীয় অনেকে জানিয়েছেন, বিজিবির সাবেক কোম্পানি কমান্ডার স্থানী লিয়াকত নিজের এলাকায় চাকুরি করার ফলে ইচ্ছে মত করে চোরাকারবারিদের সাথে সম্মিলিত ভাবে কাজ করে আসছে ৷

তবে বিজিবির সাবেক কোম্পানি কমান্ডার স্থানী লিয়াকত বিষয়টি অস্বীকার করে, থানা-পুলিশের উপর দ্বায়ভার চাপিয়েছেন ৷

অন্যদিকে থানা-পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ মোবাইল ফোন না ধরায় তার কাছ থেকে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *