নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীতে বন্যার পানিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় ওই তিনজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দুই লাইনম্যান মো. জাকির হোসেন (৩০) ও মো. ইব্রাহিম (২৮) এবং বেগমগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ (১৭)। সাব্বির স্থানীয় একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে। এ ছাড়া পল্লী বিদ্যুতের দুই কর্মীর মধ্যে মো. জাকির হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় এবং মো. ইব্রাহিমের গ্রামের বাড়ি চট্টগ্রামে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার আমিনবাজার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করার সময় পানিতে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমিতির লাইনম্যান মো. জাকির হোসেন ঘটনাস্থলে মারা যান। একইভাবে বিকেল পাঁচটার দিকে মীরওয়ারিশপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করতে গিয়ে লাইনম্যান মো. ইব্রাহিম ঘটনাস্থলে মারা যান।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার আগে থেকেই পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন বন্ধ। বন্যার পানিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের দুজন লাইনম্যান ঘটনাস্থলে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে লাশ হস্তান্তর ও সমিতির পক্ষ থেকে পরিবারকে সব রকম সহায়তা দেওয়া হবে।
বেগমগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থী সাব্বির আহমেদ কয়েক দিন ধরে ইনস্টিটিউটে আশ্রয় নেওয়া বন্যার্তদের সেবা দিয়ে যাচ্ছিল। এরই মধ্যে বাড়িতে তার নিজের ঘরেও বন্যার পানি বেড়ে বসবাসের অযোগ্য হয়ে যায়। আজ সকালে পরিবারের সদস্যরাসহ সে পানিতে প্লাবিত ঘরের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছিল। এরই মধ্যে ঘরে থাকা মাল্টিপ্লাগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply