নুরুল আমিন পলাশ,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান (জুয়েলের ) পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমাদী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আমাদী ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জুয়েল) সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ছত্রছায়ায় থেকে নানা ধরনের দুর্নীতি করেছেন তার অভিযোগ ও রয়েছে।
তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। যে কারনে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। পদত্যাগের দাবিতে বক্তব্য রাখেন আমাদী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য দিলরুবা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডের রাহেলা খাতুন তরিকুল ইসলাম, নাজমুস সাকিব, শাকিল, সৌরভ, মুরাদ সহ আমাদী ইউনিয়নের সর্ব স্তরের নারী পুরুষ ও খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে মিছিলটি আমাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply