মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে নবপ্রত্যয় যুব সংগঠন।
সুবর্ণচরে জলাবদ্ধতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানে উপজেলার ৮টি ইউনিয়নে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। চার দিন ধরে বেশির ভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে।
বিভিন্ন খাল ও বিলের পানি নিষ্কাশনে সুব্যবস্থা না থাকায় এবং খালে কতিপয় অসাধু কর্তৃক বেসাল, বিন্তি জাল, ও বাঁধ দিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
উপজেলার চরজুবিলী ইউনিয়ন, চরজব্বর ইউনিয়ন, চর ওয়াপদা ইউনিয়ন, চর আমানুল্লাহ ইউনিয়নের নিম্নাঞ্চলের বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারে মেঘনা নদীসহ জেলার সব কটি খালের পানি বাড়ছে বলে জানিয়েছে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড। এতে কয়েক হাজার পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে আমন ধানের ক্ষেতসহ শত শত হেক্টর জমির শাকসবজি।
এদিকে ফসল হারিয়ে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে। বেশির ভাগ কৃষক এনজিও, ব্যাংক অথবা চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণের টাকা এনে ধানের আবাদ করেছে। এখন বন্যায় ফসলহানিতে তারা দুই চোখে অন্ধকার দেখছে।
জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে নবপ্রত্যয় যুব সংগঠনের সদস্যবৃন্দ।
এ সময় তারা বলেন,তারুণ্যের কর্মে আমরা আগামী প্রজন্মকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দিতে চাই। এরই ধারাবাহিতায় খাল পরিষ্কারের কাজ করেছি। দেশের প্রত্যেক নাগরিকের উচিত নিজ অবস্থান থেকে খাল পরিস্কার রাখা, তবেই দেশ, প্রকৃতি ও পরিবেশ সুন্দর হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply