চট্টগ্রাম প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্বেচ্ছাসেবী দল। এতে আহত হয়েছেন অন্তত নয়জন।
শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মালেক মিয়া (২৩), রিফাত হোসেন (২১), মো. লিয়াকত (২৬), মঈন উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২৫), নিজাম উদ্দিন (২৫), তাকরিন আহমেদ (২৭) ও ইয়াকুব আলী (২৭)। আহতদের সবার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
আহতরা রেইনবো ফাউন্ডেশনের পক্ষ থেকে লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, “স্বেচ্ছাসেবীদের বহনকারী পিকআপটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।”
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply