,

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু, সাত দিনে ২৫ মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ
দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৮,৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৫০ জন মারা গেছেন। বিশেষভাবে গত সাত দিনে (২২-২৮ সেপ্টেম্বর) ২৫ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীদের মধ্যে এবার নতুন কিছু উপসর্গ দেখা যাচ্ছে। প্লাটিলেট দ্রুত কমে যাওয়ায় অনেক রোগীর অবস্থা গুরুতর হচ্ছে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *