,

শেখ হাসিনা দিল্লিতেই আছেন, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ভারতের পররাষ্ট্র দপ্তর

ডেস্ক রিপোর্টঃ
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে দেশটির সরকার।

শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন এমন জল্পনা-কল্পনার মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার নিশ্চিত করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে দিল্লিতেই অবস্থান করছেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিকালে বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, শেখ হাসিনা স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেন এবং এখনো রয়েছেন। তবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য বা তিনি কত দিন ভারতে অবস্থান করবেন সেই বিষয়ে কথা বলেননি ওই মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *