অনলাইন ডেস্কঃ
চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে আলোচিত অনলাইন একটিভিস্ট সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার ওরফে সামুদার (৯০) মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের করের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন।
নিহতের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদা মজুমদার পেশায় শিক্ষক ছিলেন। সর্বশেষ তিনি উপজেলার রাগৈ শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন। পাশেই তার শ্বশুর বাড়ি। ওই বাড়িতে এবং নিজ বাড়ির স্বজনদের ঘরে খাওয়া-দাওয়া করতেন।
তিনি আরও জানান, মঙ্গলবার দিনগত রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে বাড়ির পুকুরের ঘাটলায় যান। সেই সময় তিনি পানিতে পড়ে যান। বুধবার সকালে বাড়ির মহিলারা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে ডাকচিৎকার দেন।
স্থানীয় শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মজুমদার বলেন, ‘তিনি মঙ্গলবার দিনের বেলায় আমাদের বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। তিনি প্রধান শিক্ষক হিসেবে চাকরি থেকে অবসরগ্রহণ করেন।’
স্থানীয়রা জানান, শামসুল হুদা মজুমদাররা ৭ ভাই ৩ বোন। তাদের এক ভাই অস্টিয়ার ভিয়েনায় বসবাসকারী আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করতেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply