আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার উপজেলা যুবদলের আয়োজনে পলাশবাড়ী চৌমাথা মোরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি
অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ মৌদী, পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউছুফ আলী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু,আজহার আলী,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল ও সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার যুবদলের সহস্রাধিক নেতা কর্মী ও সমর্থকর উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply