আমিন পলাশ,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ২৮ অক্টোবর (সোমবার) সকাল ১০ টায় দিবসটি পালন করা হয়। উপজেলা সদরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) বি এম তারিক-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। অন্যন্যাদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম।
কয়রা উপজেলা প্রেসকাবের সভাপতি এম শরিফুল আলম, এনজিও প্রতিনিধি উজ্জ্বল কুমার, হারুনার রশিদ, আলমগীর হোসেন, নিজম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক ,এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে হাত ধোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply