,

সুবর্ণচরে স্কু্ল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা চেষ্টা বিচারের দাবীতে মানববন্ধন

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাসুমা আটিয়া জিন্নাত ও তার পরিবারকে কুপিয়ে হত্যা চেষ্টার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবীতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
৬ নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১২ টায় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে উক্ত বিদ্যালয়ের ছাত্র কল্যান সংগঠন, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বক্তারা বলেন, গত ৪ নভেম্বর ১২ সাড়ে ১২ টায় জিন্নাত বিদ্যালয় থেকে বাড়ীতে ফিরলে পর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী সাইফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা জিন্নাত ও তার পরিবারকে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র ও লাটিসোটা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে পেলে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে বর্তমানে জিন্নাত ও তার পরিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর আগেও একাধিকবার জিন্নাত ও তার পরিবারকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মারধর করা হয়েছে। এ ঘটনায় ৬ জন আসামির মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করে কিন্তু ঘটনার মূল হোতা এবং তার সাঙ্গপাঙ্গ ভাড়াটিয়া সন্ত্রাসীরা এখনো গ্রেফতার হয়নি। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ঘটনার মূল হোতা সন্ত্রাসী সাইফু্ল ইসলামসহ জড়িত সকলকে গ্রেফতার করার দাবী জানান এবং দাবী না মানা হলে অবস্থান ধর্মঘটের হুশিয়ারী দেন। শিক্ষার্থীরা আরো বলেন, কারো পারিবারিক ব্যক্তিগত রেশারেশি পারিবারিক ঝামেলা থাকতে পারে কিন্তু সেটার বলির পাঠা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ওপর কেন পড়বে, কেন শিক্ষার্থীরা নির্যাতিত হবে, জীবন দেবে, নানা অজুহাতে সারাদেশে চলছে শিক্ষার্থী নির্যাতন এরকম ঘটনা যেন আর না ঘটে সেদিকে দৃষ্টি রাখতে সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র কল্যান সংগঠনের সভাপতি আব্দুর রহমান, মোঃ ইফান, পারভেজ,তানিয়া, পারভিন সহ শিক্ষার্থীরা।

শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, আমরা আসামীদের গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। এমন ন্যাক্কার জনক ঘটনা কখনো কাম্য নয়, আমরা এর তিব্র নিন্ধা জানাচ্ছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *