,

নাসরুল উলূম সিদ্দীকিয়া কুরবানিয়া মাদ্রাসা’র ২২ তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগর পৌরসভার সদরে অবস্থিত নাসরুল উলূম সিদ্দীকিয়া কুরবানিয়া মাদ্রাসা’র ২২ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ নভেম্বর) থানা মাদ্রাসা ময়দানে ওলামায়ে কেরামের সারেতাজ পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা মুফতী আব্দুস সাদেক সাহেব এর সভাপতিত্বে
মাদ্রাসা’র মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ূন কবির, সহ-সভাপতি এসএম আফজালুর হক, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল ওয়াহেদ প্রমুখ।প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন,খতিব খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, মুহাদ্দিস দারুল উলুম মাদ্রাসা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,গবেষক,নন্দিত মুফাসসিরে কুরআন মুফতী আব্দুল কুদ্দুস সাহেব।দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করেন, খতিব কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা তালিমুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত মুফাসসেরে কুরআন সুমিষ্ট ভাষী মুফতি আলাউদ্দিন আল-আজাদ।তৃতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করেন, নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসেরে কুরআন মুহাদ্দিস মোস্তফা কামাল সহ আরও অনেক উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। প্রধান বক্তার আলোচনার পূর্বে মাদ্রাসার শিক্ষাবর্ষে হিফজ সমাপনকারী ১৩ জন কুরআনের পাখিদের পাগড়ী পরানো হয়।এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটিল সদস্য কারী রবিউল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সাংবাদিক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *