শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকায় গতকাল বুধবার সকালে একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে গেছে ওই মার্কেটের পাঁচটি দোকান ও মালামাল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী, ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দেলোয়ার হোসেন (ঢালু) সরকারের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই মার্কেটে থাকা রানা মিয়ার মুদির দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তে আগুনে লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিতে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ওই ৪টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে গেছে ওই মার্কেটের পাঁচটি দোকান ও মালামাল। এ অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এব্যাপারে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টার পর অগুন নিয়ন্ত্রণ আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply