,

সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইশতিয়াক, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন, নাজমুল ইসলাম রনিসহ অন্যান্যরা। এসময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যসহ আহতরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ ফ্যাসিস্ট সরকারের দোসররা যেভাবে গুলি চালিয়ে, টিয়ারগ্যাস নিক্ষেপ করে হতাহত করেছে তার বর্ণনা দেন আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আহতরা চিকিৎসাসহ কর্মসংস্থানের দাবি জানান। একইভাবে নিহতের পরিবারের পক্ষ থেকেও ক্ষতিপূরণসহ কর্মসংস্থানের দাবি জানানো হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা ও কর্মসংস্থানের আশ্বাস দিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *