এম কামরুজ্জামান,শ্যামনগর প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল রক্তে রঞ্জিত আমাদের লাল সবুজের পতাকা। স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপি’র বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন,উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আশেক এলাহী মুন্নার নেতৃত্বে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুরস্থ মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবু সাঈদ, চেয়ারম্যান মাসুদুল আলম,চেয়ারম্যান আমজাদুল ইসলাম,যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক(আপু), আইন বিষয়ক সম্পাদক এ্যাড মাসুদুল আলম দোহা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামার ঢালী,ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, সদর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,নুরনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু, কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুজ্জামান(শহীদ), সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আমির হামজা (আবু), ইশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জয়নাল সরদার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আবিদ হাসান, আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ কালাম মোড়ল, সাধারণ সম্পাদক আইয়ুব আলী,পদ্মপুকুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার সাইফুল ইসলাম, গাবুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম (মিলন) উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মজনু এলাহী,হাফিজা আল আছাদ কল্লোল, মশিউর রহমান সুইট, খালেকুজ্জামান টুকু, বাবলু রহমান,কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন (ঝর্ণা), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান (রফিক) সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক রিপন, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, সাধারণ সম্পাদক আজবাহার লিটন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম (আবু) সিনিয়র আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,সরকারি মহাসিন ডিগ্রী কলেজের আহ্বায়ক উজ্জল হোসেন, মোক্তার হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ,আল আমিন, আরিফুল মমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পুষ্প অর্পণ শেষে শ্যামনগর বাস স্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আশেক ইলাহী মুন্না, যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপু। সন্ধ্যা সাতটায় উপজেলা বিএনপির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply