,

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
আজ ১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৪। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। নানা আয়োজনে নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
ভোরে জাতীয় পতাকা উত্তোল ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, দেশিয় পণ্যের শিল্পমেলার স্টল উদ্বোধন, ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে দোয়া মোনাজাত ও কোরআন খানি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *