,

শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদবোধন করলে ইউএনও রনী

গাজী আল ইমরান,শ্যামনগর ব্যুরোঃ তীব্র সুপেয় পানি সংকটে থাকা সাতক্ষীরার শ্যামনগরে সিডিও’র বাস্তবায়নে ও শেয়ার ট্রাস্টের অর্থায়নে এবং স্টাট ফান্ডের কারিগরি সহায়তায় নির্মিত রিভার্স ওসমোসিস(আরও) প্লান্ট স্থাপন পরবর্তী উদবোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। উত্তরণের তত্বাবধানে এবং সুন্দরবন কোয়ালিশন জোটের আওতায় অত্র সুপেয় পানির প্লান্টটি উদবোধন কালে বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদা,ইউপি সদস্যবৃন্দ,কোয়ালিশনের টেকনিক্যাল ম্যানেজার বিলকিস খাতুন,যুব সংগঠক ফজলুল হক,সিডিওর সহকারী হিসাব রক্ষক আফজালুর রহমান সবুজ,সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন,সাদি,বাদশাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সিডিও নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি ও উদবোধক তার বক্তব্যের শুরুতে প্রান্তিক পর্যায়ে উন্নত মানের সুপেয় পানির ব্যবস্থা করায় সিডিও এবং সুন্দরবন কোয়ালিশনকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন সুপেয় পানির প্লান্টটি নিজেদের মনে করে সংরক্ষণ করতে হবে, পানির যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করতে হবে। এসময় তিনি আরো বলেন,আমি অল্প দিন যোগদান করলেও ইতোমধ্যে ১২টি ইউনিয়ন ভিজিট করেছি,সকল ইউনিয়নেই পানির সমস্যার কথা শুনেছি। আশাকরি সকলের সম্মেলিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *