মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়ীঘর দখল, হামলা ভাংচুরের ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বাড়ীঘর হারিয়ে নিঃশ্ব ৬ পরিবারের ১৫ সদস্য এখন অসহায়। সন্ত্রাসীদের হিংস্র তান্ডব আর নৃশংস ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা । এঘটনায় জায়নাল আবদিন ওরপে জনু মাঝি বাদী হয়ে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন জাহাজমারা গ্রামের হাবিব মার্কেট সংলগ্ন জনু মাঝির বাড়ীতে
ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা অভিযোগ করে বলেন, ১৭ ডিসেম্বর রাত ১০ টায় একই গ্রামের মোস্তফার ছেলে , মাইন উদ্দিন ৩৪, মাহফুজ, ৪০ সালা উদ্দিন ২৮, স্থানীয় খোকন মেস্ত্রী ৪৯, কামরুল ৩২ আলা উদ্দিন ৩৩,ইখতেখার ৩৪ সহ অজ্ঞাত শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ীতে থাকা নারী, পুরুষ, শিশু কিশোর, গৃহবধূসহ শিশুদের দেশীয় অস্ত্রসস্ত্রের ভয় দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে ঘরবাড়ী থেকে বের করে দিয়ে ৩ টি বিল্ডিং ঘর এবং ৩ টি টিনের ঘর দখল করে নেয় সেই সাথে ঘরে থাকা ৮ লক্ষ টাকার মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সোফাসেট, স্বর্ণঅলংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে অন্যত্র নিয়ে যায়। ৯৯৯ কল দিলে রাত ২টায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেন। ভূক্ত ভোগিরা জানান আমরা ঘরবাড়ী হারিয়ে পথে পথে ঘুরছি সন্ত্রাসীরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী জয়নাল আবেদিন ওপরে জনু মাঝি বলেন, আমরা ২০ বৎসর আগে উক্ত জায়গা ক্রয় করে ২০ বছর ধরে বাড়ীতে বসবাস করছি। ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাবার পর অভিযুক্তরা একাধিকবার বাড়ী ঘর দখল,পরিবারের নারী সদস্যদের মারধর করে,গত ১৭ ডিসেম্বর হঠাৎ মাইন উদ্দিন, মাহফুজ, সালা উদ্দিন, স্থানীয় খোকন মেস্ত্রী, একই এলাকার কামরুল,ইখতেখারসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী রাত ১০ টায় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়, ভাংচুর করে এবং আসবাব পত্র অন্যত্র নিয়ে ৬ টি ঘরসহ পুরো বাড়ীটা দখল করে নেয়, এখন আমি আমার পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় বসবাস করতে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত বিচারসহ বাড়ী ঘর ফেরত পেতে নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযুক্ত মাইন উদ্দিন বলেন, এটা আমাদের জায়গা, ঘর গুলো জয়নাল আবদিন মাঝির সে এতোদিন আমাদের জায়গা দখল করে রেখেছে এখন আমরা আমাদের জায়গায় বুঝে নিয়েছি। আমরা কারো ওপর হামলা করিনি ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply