,

খুলনা থেকে ঢাকায় পৌঁছেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধিঃ

শুরু হয়েছে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা ট্রেন চলাচল। খুলনা থেকে ঢাকায় পৌছেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌঁছাবে কমলাপুর রেল স্টেশনে। নতুন এ রেল লাইনে দূরত্ব কমবে দুশ ৩১ কিলোমিটার। খুলনা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে পৌনে চার ঘন্টা।

খুলনার সহকারী স্টেশন মাস্টার মো. আল আমিন বলেন, আগে রেলপথে খুলনা থেকে ঢাকার দুরত্ব ছিল চারশ ৩০ কিলোমিটার। এখন পদ্মা সেতু হয়ে এ রুটের দুরত্ব হয়েছে একশ ৯৯ কিলোমিটার। ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার। বাকি ছয় দিন দিন দু’বার করে চলাচল করবে।

রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ জানিয়েছেন, জাহানাবাদ ট্রেনটি খুলনা থেকে কাশিয়ানী ও নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে কমলাপুর পৌছবে। ঢাকা থেকে আবার একইভাবে রাতে খুলনায় পৌঁছবে। ট্রেনে বিভিন্ন শ্রেণির সিট সংখ্যা সাতশ ৬৮টি ।

ট্রেনে ১১টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান রয়েছে। এই লাগেজ ভ্যানের মাধ্যমে খুলনা এবং আশপাশের জেলার বিভিন্ন মালামাল ঢাকায় নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *