,

রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ রামপালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার প্রসাদনগর ভৈরবডাঙ্গা সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ‘আমাদের গ্রাম’ ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টারে পৃষ্ঠপোষকতায় এ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পে আগত কয়েকশত হতদরিদ্র নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের রোগীদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা করা হয়। আমাদের গ্রাম প্রকল্পের কর্মকর্তা শেখ সাদী ক্যাম্প পরিচালনা করেন। এ সময় আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আগত রোগীদের রোগ নির্ণয় করেন। মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার। ওই প্রকল্পের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *