,

নোয়াখালী শিল্প ও বানিজ্য মেলার উদ্ভোধন

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় দি নোয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫ পরিচালনা কমিটির আহ্বায়ক ফিরোজ আলম মতিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, নোয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, গণঅধিকার পরিষদ নোয়াখালীর যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মামুনুর রশিদ।
মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ফিরোজ আলম মতিন জানান, এবারের শিল্প ও বাণিজ্য মেলা হবে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে। মাসব্যাপী এ মেলায় বিভিন্ন শিল্পপণ্যের স্টল দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে।
মেলার নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প, নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এবং পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া মেলায় তথ্য কেন্দ্র বক্স খোলা হয়েছে যাতে দর্শনার্থীদের পরামর্শ, নিরাপত্তা এবং মেলা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে। মায়েদের জন্য বেবী বেস্ট ফিডিং রুম, এবং নামাজের জন্য সু-ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *