মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় কানা জহির বাহিনীর দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল, ১ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল এবং একটি স্পিডবোট জব্দ করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালীরচর গ্রামে মেঘনা নদীতে পুলিশের অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সদর থানার ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে কানা জহির ও তার বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের গুলিতে কানা জহির ও তার সহযোগী মাসুদ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা পালিয়ে পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের একটি খালে আশ্রয় নেয়। একপর্যায়ে তারা স্পিডবোট ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ অভিযানের পরিধি বাড়িয়েছে এবং পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply