মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় কৃষকদলের। তারই অংশ হিসাবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পহেলা ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন সবুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সুমন।
বিশেষ অতিথি ছিলেন
উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিক উল্যাহ মেম্বার, সাধারণ সম্পাদক আবুল হাসেম মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব শেখ ফরিদ ইশরাক, যুবদল নেতা নিজাম উদ্দিন রিদম, ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী পাঠান,সাধারণ সম্পাদক গাজী মান্নান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি আনার আহমেদ জাহাঙ্গীরসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, কৃষকদের অধিকার নিয়ে সবসময় কাজ করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। বিগত ফ্যাসিস্ট আমলে খেটে খাওয়া কৃষকদের উপর জুলম করে আসছিলো ফ্যাসিস্টদের দূসররা। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা পাপের ফল পেয়েছে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।আমরা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। পরিশেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত কৃষক সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply