,

কয়রার উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

কয়রা উপজেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ডিএম  ইখতিয়ার উদ্দিন হিরোকে গ্রেফতার করেছে কয়রা থানা পুলিশ।
শুক্রবার রাতে তাহার নিজ বাড়ি  থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে পাইকগাছা থানায় সোপর্দ করেন। পাইকগাছা থানার মামলার আসামি হওয়ায় তাকে পাইকগাছা আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর  ইখতিয়ার উদ্দিন হিরো  এলাকা ছেড়ে পালিয়ে   যান। গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ তাহাকে গ্রেফতার করেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন ডিএম ইখতিয়ার উদ্দিন হিরোকে গ্রেফতার করা হয়েছে এবং তাহাকে পাইকগাছা থানায় প্রেরণ করা হয়েছে, 
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, তাকে পাইকগাছা আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *