,

লামায় ৭ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা

মোঃ ইসমাইলুল করিম,নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে শনিবার (০২ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে। এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান। জানা গেছে, ওই এলাকায় শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল। অপহৃতরা হলেন মো. নুরু (৫০), মো.আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। স্থানীয়রা জানায়, কাঠ ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা সাত জনের থেকে মুক্তিপণ দাবি করেছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *