,

আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না- লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

লায়লা সুলতানা,মোংলা (বাগেরহাট):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন, গত ১৭ বছর হাসিনা সরকারের কর্মকাণ্ডে কিন্তু মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করবেন। আপনারা মানুষের কাছে যাবেন। মানুষের ভালোবাসা অর্জন করবেন।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে মোংলায় আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও আহত নেতা-কর্মীদের দেখতে এসে দলীয় নেতা-কর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি এসব কথা বলেন।

খুলনা বিভাগীয় নেতাদের সাংগঠনিক নির্দেশনায় এদিন দুপুরে তিনি একাধিক হামলার স্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন। এছাড়াও তিনি উভয় দলের নেতা-কর্মীর বাড়ি ও ঘটনাস্থলে গিয়ে প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করেন।

এসময় তিনি আরও বলেন, আমরা মানবিক রাজনীতি করবো। নেতার এ নির্দেশনার বাহিরে যারা যাবে তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ ব্যবস্থা নিবে। কারও কোন অপকর্মের দায় দল নিবেনা। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যে অন্যায়-নির্যাতন করেছে, আমরা তা করবো না। আর আইনশৃঙ্খলাকারী বাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্যেও বলেন তিনি।

বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। দলে অনুপ্রবেশকারী ও অতি উৎসাহীদের কারণে এ বিশৃঙ্খলা ঘটছে বলে দাবী করেন বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে স্থানীয় বিএনপি নেতা আবু হোসেন পনি, শেখ রুস্তুম আলী, খোরশেদ আলম ও বাবুল হোসেন রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *