,

শ্যামনগরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত

 

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়রত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে পৌর সদরের নকিপুর প্রাইমারী স্কুল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হয়রত আলী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীয়াটি গ্রামের মৃত সুরমান গাজীর ৩য় পুত্র। দির্ঘদিন প্রবাসে থাকা নিহত হযরত আলী শ্যামনগর পৌর সদরে বাড়ি করে স্থায়ী বসবাস করত। প্রত্যক্ষদর্শী জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান হযরত আলী বাজার নিয়ে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক হতে আসা দ্রুমগামী একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন জানান ঘটনাস্থল বা পথেই আহত হয়রত আলীর মৃত্যু হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মৃতদেহ মর্গে পাঠানোর চেষ্টা করা সত্ত্বেও নিহতের পরিবার লিখিত আবেদন দিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। নিহত হযরত আলীর কুয়েত প্রবসী ১ পুত্র, আমেরিকা প্রবাসী ১ মেয়ে এবং স্ত্রী সহ ১ পুত্র বাড়িতে থাকেন। তার আকষ্মিক মৃত্যুত পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *