নিজস্ব প্রতিনিধিঃ
ধানমণ্ডি ৩২ নম্বরের পর দেশের আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজশাহী নগরীর উপশহরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের তিনতলা বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দাখিনখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও স্থানীয়দের সঙ্গে একদল লোকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
অপরদিকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়ি এবং কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার বিকেলে কালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতার শেখ মুজিব টাওয়ারের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনসহ দেশজুড়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে একাধিক সংস্থা ও বিশিষ্টজন বিবৃতি দিয়েছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply