,

ইস্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত

নোয়াখালীর কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল তারা

নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবুল কালাম (২৭) নামে আরও একজন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আসমা আক্তার (৫) আবুল কালামের মেয়ে এবং আরাফাত হোসেন (৬) আবুল কালামের শ্যালক সাদ্দাম হোসেনের ছেলে। নিহত দুইজনই স্থানীয় কোয়ালিটি অ্যাডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

আহত আবুল কালামকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চরমটুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ গ্রামের এলাচ মিয়ার ছেলে।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. সাইফুল ইসলাম জাবের সংবাদমাধ্যমকে জানান, সকালে দুই শিশুকে বাইসাইকেলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সাইকেলে ধাক্কা দিলে তিনজন নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শিশু ঘটনাস্থলেই মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হন।

সুধারাম মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এসআই) রিকু বড়ুয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *