নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোশাল মিডিয়ায় কথা বলা কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় কাফির পিতা-মাতাসহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলেন। বাইরে থেকে ঘরের দরজা আটকে আগুন দেওয়া হয় বলে জানান কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন।
আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কাফির পিতা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply