,

কয়রায় জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন

নুরুল আমিন পলাশ,কয়রা প্রতিনিধিঃখুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামে মৃত গোহর আলী সানার পুএ মোঃ সোলাইমান সানা, মোঃ আতিয়ার সানা, মোঃ আকবর আলী সানা,মোঃ আঃ খালেক সানা, মোঃ আজগর আলী সানাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার সকাল ১১ টায় কয়রা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন ভুক্তভোগীগণ বলেন, তাহারা প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বামিয়া গ্রামের মজিবার হাওলাদারের ১ বিঘা জমি জোরপূর্বক ভাবে দখল করে আসছেন। এবং এলাকার সাধারণ নিরীহ মানুষের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন আদালতে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল ও হয়রানি করে আসছে ।লিখিত বক্তব্যে তারা আরও উল্লেখ করেন, আতিয়ার সানার পুএ মোঃ সাদ্দাম হোসেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর রত আছে বিদায় সেই ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্যে আমাদেরকে হত্যার হুমকি সহ জীবন মাসের হুমকি দিয়ে আসছে যে কোন সময় আমাদের অপূরনীয় ক্ষতি সাধন করতে পারে। মিথ্যা মামলা প্রত্যাহার ও দখলকৃত জমি ফেরত পেতে ভুক্তভোগীগগ প্রশাসন ও সংবাদকর্মীদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী, মোঃ মজিবর হাওলাদার, মোঃ এমদাদুল হক, মোঃজুয়েল সরদার, সয়লুদ্দীন সানা, মোঃ মজিবর সানা প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *