লায়লা সুলতানা,মোংলা (বাগেরহাট):
মোংলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের দরিদ্র, অসহায়, বিধবা ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) ভেরিবাঁদ (নৌ ক্যাম্প সংলগ্ন) মাঠে বিকাল ৪টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সেক্টর প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইমাম পরিষদের উপদেষ্টা ও সিগনাল টাওয়ার জরিনা কুলসুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো: আকরামুজ্জামান, বি এল এস জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, দারুল আমিন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ইউসুফ ইকবাল, চালনা বন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রউফ, নেছারিয়া খানকা শরীফ মাদ্রাসার জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী জিহাদুল ইসলাম তাওহীদ, আস-সুন্নাহ ফাউন্ডেশন মোংলার স্বেচ্ছাসেবক রিয়াদুল ইসলাম সাকী, আবু হানিফ শেখ, ডা. ওমর ফারুক, মো: আরিফুল ইসলাম, হাসান মাসুদ, নাইম বিন রফিক, মেহরাব মারুফ, পলক মন্ডল, কাজী নাজমুল ইসলাম, মহিদুল ইজারদার, খান তাহেদুল, মুশফিকুর রহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত ইফতার সামগ্রীর প্যাকেজে ছিল ১ কেজি মুড়ি, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর ও ১ লিটার তেল।
এ ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply