,

লামায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার ও এস এসসি বিদায় অনুষ্ঠান

মোঃ ইসমাইলুল করিম,নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমতলী পাড়া মাঃমোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া, পুরস্কার ও এস এসসি বিদায় অনুষ্ঠান। শনিবার ০১ মার্চ সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় হয়েছে ।বিদ্যালয় পুরুষ্কার ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ,বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, ফাইতং পুলিশ ফাঁড়ির চৌকস অফিসার জাবেদ মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন,শিক্ষানুরাগী আমজনতার মো. আবদুল জলিল কোম্পানি, মাষ্টার মোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ফাইতং যুবনেতা মোহাম্মদ ইমাম,মনির হোসেন ও বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীসহ প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ সঞ্চালনায় করেন বিদ্যালয় শিক্ষক । প্রধান অতিথি পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তিনি স্কুলের সকল সমস্যা সুন্দর সমাধানের কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *