শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের আটুলিয়ার বায়ার সিংহ এলাকার ৬.৪৮ একর জমির একটি চিংড়ি ঘের দখলের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল সাবেক যুগ্ন আহ্বায়ক তৈবুর রহমানের বিরুদ্ধে।
রোববার (২ মার্চ) বিকাল ৪ টায় তৈবুর রহমান ২০ জন জন লোক নিয়ে ঘের দখল করেছে বলে জানান জমির মালিক বাবুরাম হাউলিয়া।
এর আগে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার কারনে গত শনিবার (১ মার্চ) শ্যামনগর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আলাউদ্দীন সরদার, যতী সরদর, তৈয়বুর রহমান, মিজানুর রহমান এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্র জানাযায় শ্যামনগর থানাধীন তালবাড়িয়া মৌজায় ২২২নং এস.এ খতিয়ানে ৫৭৫ ও ৫৭৬ এস.এ দাগে ৬.৪৮ একর সম্পত্তি তাদের রেকর্ডীয় সূত্রে মালিক হইয়া মৎস্য ঘের তৈরি করে ভেড়ী বাধ দিয়ে শান্তিপূর্ণ ভাবে দীর্ঘ দিন যাবৎ জন সম্মুখে ভোগ দখল করে আসছে। বিবাদীগন তাদের তপশীল সম্পত্তি থেকে বে-দখল পূর্বক জবর দখল করার জন্য পায়তারা করছে সুযোগের সন্ধানী প্রায় সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি-ধামকি প্রদান করে আসছে । উহার জের ধরে গত ইং- ২৮/০২/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় আমরা তপশীল সম্পত্তির পশ্চিম পাশের ভেড়ীতে কাজ করা কালিন সময় উল্লেখিত বিবাদীগন সেখানে কাঁচা ভেড়ীর উপরে এসে আমাদের উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমরা নিষেধ করলে বিবাদীগন বাঁশের লাঠি উচু করে আমাদের মারার জন্য উদ্যত হইয়া খুন জখম সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে জানতে তৈবুর রহমানের কাছে জানতে কল দিয়ে সংবাদকর্মী পরিচয় দিতেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানায় জিডি করেছে গতকাল ঠিক আজ ঘের দখল করেছে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply