,

সাতক্ষীরায় ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

শরিফুল ইসলাম(সাতক্ষীরা) প্রতিনিধি:বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সাতক্ষীরা শহরের শহীদ আমিনুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।

শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম,ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি সারাফত হোসেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নোমান হোসেন নয়ন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে দেশকে সকল বৈষম্য ও অন্যায়ের হাত থেকে মুক্ত রাখা যায়।”
বিশেষ অতিথি আব্দুর রহিম বলেন, “সাতক্ষীরার সকল মানুষ ফ্যাসিবাদী শক্তির নির্যাতনের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পূর্ণাঙ্গ পরিত্রাণ পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব একটি বৈষম্যহীন সাতক্ষীরা গড়ে তুলা।”

অনুষ্ঠানে অনন্য অতিথিরা মাহে রমাদানের শিক্ষা গ্রহণ করে ন্যায়, ইনসাফ ও মানবতার সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *