অনলাইন ডেস্কঃ
শৈশব হলো নিরাপত্তা, ভালবাসা ও নির্মল আনন্দের সময়। কিন্ত কখনো কখনো এই নিরাপত্তা ভেঙে চুরমার হয়ে তা রুপ নেয় দুঃস্বপ্নে। সেদিন বিকেলে মাত্র ৬ বছরের শিশু তার বন্ধুদের সাথে খেলছিল। তার ছোট ছোট পায়ের ছন্দে ফুটছিল দুরন্ত শৈশব। কিন্ত সেই আনন্দ হঠাৎই ছিনিয়ে নেয় দুই কিশোর। তারা শিশুটিকে মাত্র ১০ টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর ঘটে ভয়াবহ ঘটনা। ঝোপে নিয়ে ওই শিশু ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাসা গ্রামে। এই ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো হয় জেলা সদর হাসপাতালে।
এদিকে যখন এই ঘটনার কথা শিশুটির বাবা জানতে পারেন, তখন তিনি ভেঙে পড়েন। মানসিক আঘাত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। সারারাত দুশ্চিন্তায় কাটানোর পর সকালে হার্ট অ্যাটাকে মারা যান তিনি৷
এই ঘটনার পর শিশুটির নানী মিনারা বেগম বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। তৎপর অভিযুক্ত দুই কিশোর নোফাইল মিয়া ও শামিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে এলাকাবাসীর মাঝে। অনেকেই বলছেন, এই ঘটনা শুধু একটি পরিবারের দুর্ভাগ্য নয়, এটি পুরো সমাজের চরম ব্যর্থতা। দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply