বিনোদন ডেস্কঃ
গল্পটিতে বাংলা নাটক প্রেমী দর্শকেরা প্রথমে মজা এবং পরে কষ্ট এই দুই রকমের সংমিশ্রণ দেখতে পাবেন। জনপ্রিয় নাট্যকার আল আমিন স্বপনের রচনায় হাসি নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিডিয়া ব্যক্তিত্ব শ্যামনগরের কৃতিসন্তান, বর্তমান সময়ের দর্শকপ্রিয় তরুণ মেধাবী পরিচালক রাজ্জাক রাজ। হাসি নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা, বেক্কল বউ নাটক খ্যাত অভিনেতা তন্ময় সোহেল ও সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাইয়্যেবা রহমান ঐশী। নাটকটি সম্পর্কে অভিনেতা তন্ময় সোহেল বলেন, হাসি নাটকটির গল্পটা একটু অন্যরকম। এই নাটকটি দেখে আমার প্রিয় দর্শকবৃন্দ কখনো হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আবার একটা সময়ে গিয়ে কাদতে বাধ্য হবে। গল্পটার ভিতর এমন কিছু ঘটনা আছে যা সবাইকে যেমন বিনোদন দেবে আবার কখনো ভাবিয়ে তুলবে। অভিনেত্রী তাইয়্যেবা ঐশী বলেন, এই নাটকের গল্পটা ভিন্ন ধরনের কখনো বউ শ্বাশুড়ি তুমুল ঝগড়া, কখনো দুইজন হাসি ঠাট্টা করতে করতে এক সাথে বসে মজা করে পান খাওয়া, সেটা দেখে নিজের জামাইরই হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। দর্শক সব চেয়ে বড় ধাক্কাটা খাবেন নাটকের শেষে গিয়ে। কারনটা জানতে হলে এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের হাসি নাটকটি দর্শকদের অবশ্যই দেখতে হবে।
হাসি নাটক সম্পর্কে পরিচালক রাজ্জাক রাজ বলেন, এই নাটকের জলিল চরিত্রে অভিনয় করা তন্ময় সোহেল কারনে অকারণে খালি হাসে। কেউ বকা দিলেও হাসে, কেউ মারলেও হাসে, গ্রামের চেয়ারম্যান তাকে দিয়ে কাজ করিয়ে টাকা না দিলেও হাসে, নিজের মা-বউ ঝগড়া করে তা দেখেও হাসে। হাসি ছাড়া সে কথাই বলতে পারে না। একটা মানুষ সব সময় এতো হাসে কিভাবে? তার হাসিতে পুরা গ্রামের মানুষ বিরক্ত হয়। কিন্তু কোনো একটা ঘটনায় হঠাৎ জলিলের হাসি বন্ধ হয়ে যায়। মানুষ আগে তার অতিরিক্ত হাসির কারনে বিরক্ত হতো আর এখন সে হাসে না কেন সেই জন্য বিরক্ত হয়। কিন্তু কেউই জলিলের হাসি বন্ধ হওয়ার কারন খুজে পায় না। এমন কি তার মা-বউও জলিলকে নিয়ে কঠিন চিন্তায় পড়ে যায়। কেন সদা হাস্যোজ্জ্বল জলিল হঠাৎ গম্ভীর হয়ে গেলো? কেনো সে আর হাজার চেষ্টা করেও হাসতে পারছে না? কি এমন ঘটলো? সব প্রশ্নের উত্তর জানতে হলে বাংলা নাটকের দর্শকদের অবশ্যই দেখতে হবে ঈদের নাটক হাসি। এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এই হাসি নাটকটি দর্শকরা দেখতে পাবেন৷
Design & Developed BY- zahidit.com
Leave a Reply