নিজস্ব প্রতিনিধিঃ ডা. সাবরিনা বলেন, “আমি যখন এক মাস দেশের বাইরে ছিলাম, তখনও তিনি আমাকে তিনবার আনঅফিসিয়ালি কল করেছিলেন। অথচ যদি অফিসিয়ালি ডাকতেন, তাহলে সেটা হতো তেজগাঁও থানার ওসির মাধ্যমে। কিন্তু কোনো নিয়ম ছাড়াই তিনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেন, ‘একটু আসেন, কথা আছে।’ এমন অনানুষ্ঠানিক ডাকে আমি শেষ পর্যন্ত আর সাড়া দিইনি।”
তিনি আরও অভিযোগ করেন, “ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। আমাকে অফিসে ডাকার আগেই দেখা যেতো, সকল সাংবাদিক সেখানে উপস্থিত। মানে, আগে থেকেই সবাইকে জানিয়ে রাখতেন—ডা. সাবরিনা আসছেন, নাটক সাজাতে হবে।”
কারাগার থেকে মুক্তির পরেও ডা. সাবরিনা গণমাধ্যমে কথা বলায় হারুন অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি। শুধু তাই নয়, ডা. সাবরিনার লেখা একটি বইতে সমকামীতার প্রসঙ্গ তোলার অভিযোগ এনে সেটি বাজেয়াপ্ত করেন সাবেক এই ডিবি কর্মকর্তা।
“তখন উনার ক্ষমতার প্রভাব ছিল, তাই আমি মুখ খুলতে পারিনি,” বলেন ডা. সাবরিনা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply