,

নোয়াখালী সুবর্ণচরে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে হারিছ চৌধুরী বাজারে (৭ মে) মঙ্গলবার সকাল থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল এবং চরজুবিলী ইউনিয়ন ছাত্রদল।
অভিযানের অংশ হিসেবে বাজারের বিভিন্ন সড়ক ও স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় ছাত্রদল,ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বাজারে অভিযান চলাকালে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। বাজারের ব্যবসায়ীরা জানান নিয়মিত এ কার্য্যক্রম পরিচালিত হলে বাজার ও আশপাশের পরিবেশ আরও সুন্দর থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল আরিফ ও মোঃ বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদ সারওয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল ওয়াহিদ, ইউনিয়ন উত্তর শাখা বিএনপির নাহিদুল ইসলাম নাহিদ, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের মোঃ ফারুক হোসেন।
অংশগ্রহন কারীরা বলেন, রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *