,

সাতক্ষীরার কালিগঞ্জ পল্লীতে বৃদ্ধ শিক্ষকের আত্মহত্যার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা ইউনিয়নে পশ্চিম মৌতলার মোল্লাপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৭৩) নামের এক স্কুল শিক্ষকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে গুঞ্জন চলছে।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে,
সোমবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে বয়বৃদ্ধ স্কুল শিক্ষক (অবঃ) এর আত্মহত্যার ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে গলায় তার ব্যবহৃত হাজী রোমাল দিয়ে ঘরের আড়ার সাথে পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময়ে বাড়ীতে কেহ ছিলোনা বলে জানান প্রতিবেশি মোসলেম উদ্দীন মোড়লসহ অনেকে। মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লা আল মামুনের স্ত্রীকে ছাড়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে প্রায়শ বাগবিতণ্ডের সৃষ্টি হতো। মোহাম্মদ আলী মাস্টার ছিলেন কুশুলিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ শিক্ষক। সে ৫-৬ বছর আগে রিটারমেন্টে চলে আসেন তার এক ছেলে ডা, আব্দুল্লা আল মামুন (বাবু) ও মেয়ে হালিমা আক্তার মামুনী।
গ্রামবাসীরা জানান, ডাঃ আব্দুল্লা আল মামুন বাবু পরকিয়ায় জড়িয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। এটা নিয়ে তার বাবা তাকে সব সময় এটা থেকে বিরত থাকা জন্য বলতো কিন্তু তার বাবার কথা গুরুত্ব দিতো না। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে সার্বক্ষণিক বাগবিতণ্ড লেগেই থাকতো। ডা, আব্দুল্লা আল মামুন তার পিতাকে সব সময় ডিপপ্রেসারে রাখতো গত রবিবার রাতে মোহাম্মদ আলী মাস্টারের সাথে তার ছেলে আব্দুল আল মামুন (বাবু) খারাপ আচরণ করে এই কারনে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে এমনটি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সংবাদে থানার এসআই নীশিত রায়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *