,

শ্যামনগরে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ মে) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার(ডিজিজ কন্ট্রোল) ডা. মিলন হোসেন এবং আরএমও জনাব ডা. জি. এম. তরিকুল ইসলাম।

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক জনাব মোঃ সোহেল রানা।

যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, ব্র্যাক এর উপজলা প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উপজেলা অফিসার গালিব মিয়া এবং সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যখাতে উদ্ভূত বিভিন্ন ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *