,

বেনাপোলে সাংবাদিকের বাসায় চুরি

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার  গাজীপুর  গ্রামে দৈনিক ইত্তেফাক ও জিটিভির বেনাপোল প্রতিনিধি কাজী শাহ্জাহান সবুজের বাড়ীতে বুধবার ভোরে এক দু:সাহসিক চুরি ঘংঘটিত হয়েছে। 

চোরেরা একতলা ঘরের একটি জানালার সিটকিনি খুলে একটি  ওয়ারড্রপ এর লক ভেঙ্গে  প্রায়  দশ  লাখ টাকার স্বর্ণাঙ্কারসহ দামী পোশাক ও রুপার তৈরী জিনিস অলংকার  নিয়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর মামুনুর রহমান সকালেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তবে এলাকায় সন্দেহের তালিকায়  থাকা অপরাধীদের নজরদারিতে রেখেছে পুলিশ। 

সাংবাদিকের পুত্র কাজী এফ এস পরম জানান, আজ বুধবার ভোরের দিকে আমাদের  বাড়ীতে এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ রাসেল মিয়া জানান, চুরি ঘটনা আমি শুনেছি। সেখানে একজন অফিসারর পাঠিয়েছি ঘটনা তদন্ত করার জন্য। এ ব্যাপারে পোর্ট থানায় একটি সাধারন ডায়েরি করেছেন সাংবাদিক কাজী শাহহজাহান সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *