,

জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের বাজেট সভা অনুষ্ঠিত — অর্থবছর ২০২৫-২৬

মোঃ জাকির হোসেন,স্টাফ রিপোর্টেরঃ
মৌলভীবাজার জুড়ী উপজেলার সদর ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ে বার্ষিক বাজেট সভা। (অর্থবছর ২০২৫-২৬ সালের জায়ফরনগর ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, আয়-ব্যয়ের খতিয়ান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব রঞ্জন রায়। ২০২৫- ২০২৬ সালের বাজেটে প্রাথমিক খরচ ধরা হয়েছে ২৬ লক্ষ ৭৫ হাজার ৯৪৯ টাকা, রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ২৯ লক্ষ ৫ হাজার,উন্নয়ন প্রাপ্তি ২কোটি ১৯ লক্ষ ৪৯ হাজার ২৭৮ টাকা,রাজস্ব ব্যয় ১৮ লক্ষ ৮৯ হাজার ৬শ টাকা,উন্নয়ন ব্যয় ২ কোটি ২৪ লক্ষ ১হাজার ৬৬৪ টাকা , উদ্বৃত্ত ২৯ লক্ষ ২৫ হাজার ৫৭ টাকা।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আজাদ মিয়া,মোঃ ফজলু মিয়া, কামরুল হাসান,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাকির হোসেন মনির, মোঃ আবুল কাশেম,মোঃ আব্দুল জব্বার,মোঃ ফয়জুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বাসনা আক্তার, শিউলি আক্তার, রুসনা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *